ইওরোপের রাস্তায় দঙ্গল-গার্ল ফতিমা সানা শেখ এবং সানায়া মালহোত্রার নাচ দেখুন!
দঙ্গল-গার্ল ফতিমা সানা শেখ, সানায়া মালহোত্রার ইওরোপের রাস্তায় প্রাণখোলা নাচ। নাচ দেখে মনে হচ্ছিল, তাঁদের জীবনে আগামীকাল বলে কিছু নেই। আজকের দিনটির জন্যেই তাঁরা বাঁচেন। শুধু তাই নয়, দুজনের বন্ধুত্বও যে কতটা গভীর, সেটাও ওই নাচ দেখে বোঝা গিয়েছে। <code></code> <blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://ift.tt/2PpxPZF" data-instgrm-version="9"> <div style="padding: 8px;"> <div style="background: #F8F8F8; line-height: 0; margin-top: 40px; padding: 62.5% 0; text-align: center; width: 100%;"></div> <p style="margin: 8px 0 0 0; padding: 0 4px;"><a style="color: #000; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none; word-wrap: break-word;" href="https://ift.tt/2PpxPZF" target="_blank" rel="noopener noreferrer">Going Bindass in Europe???????????? Can't believe the things @sanyamalhotra_ makes me do sometimes!!!</a></p> <p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;">A post shared by <a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px;" href="https://ift.tt/2wr0aaQ" target="_blank" rel="noopener noreferrer"> Fatima Sana Shaikh</a> (@fatimasanashaikh) on <time style="font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px;" datetime="2018-08-30T06:17:10+00:00">Aug 29, 2018 at 11:17pm PDT</time></p> </div></blockquote> দুই দঙ্গল-গার্লই কিটক্যাটের বিজ্ঞাপন করছেন। তাঁদের বিজ্ঞাপনের প্রচারের ক্যাপশনই হল 'করো জো করনা হ্যায়...ব্রেক মে বানতা হ্যায়'। যেটা সেই তত্ত্বকেই প্রতিষ্ঠিত করে জীবনে বিরতি নেওয়া কতটা প্রয়োজনীয়, এবং সেসময় কে কী ভাবল, কী করল, সেই নিয়ে কারও মাথা ঘামানো উচিত নয়। ফতিমা এই বিরতি বা ছুটি নেওয়া প্রসঙ্গে বলেন, অভিনেতা হওয়ার কারণে, তাঁদের হামেশাই নানা প্রশ্নের মুখে পড়তে হয়। অনেক সময়ই তাঁদের মন একরকম চায়, তাঁরা অন্য ধরনের কিছু করতে বাধ্য হন পরিস্থিতির চাপে। তাই দঙ্গল-গার্ল ফতিমা মনে করেন, একজন যখন কাজ থেকে, সবকিছু থেকে ছুটি নেবে..তখন তাঁর অবশ্যই একেবারে নিজের মনের মতো করে সময় কাটানো উচিত। আর আজকের দ্রুত গতিতে ছুটে চলা জীবনের ছন্দের সঙ্গে তাল রাখতে সকলেরই মাঝেমধ্যে ব্রেক নেওয়া উচিত।
from home https://ift.tt/2NzjyZD
from home https://ift.tt/2NzjyZD
Comments
Post a Comment