আইআরসিটিসি দুর্নীতি কাণ্ডে জামিন পেলেন লালু পত্নী রাবড়ি ও পুত্র তেজস্বী

নয়াদিল্লি: আইআরসিটিসি দুর্নীতি কাণ্ডে আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী ও ছেলে তেজস্বী যাদবকে জামিন দিল দিল্লির একটি আদালত।  একলাখ টাকার ব্যক্তিগত বন্ড ও একই টাকার জামিনের বদলে আপাতত ছাড়া পেয়েছেন তাঁরা। ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি। আজই আদালত লালু ও তাঁর পরিবারের সদস্যদের এই মামলার শুনানি উপলক্ষ্যে এজলাসে হাজির থাকতে নির্দেশ দেয়। অভিযোগ, দুটি আইআরসিটিসি হোটেলের কাজকর্ম চালানো সংক্রান্ত দায়িত্ব একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া নিয়ে দুর্নীতি করেছেন তাঁরা। তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়েছে, লালু, রাবড়ি, তেজস্বী ও অন্যান্যদের বিরুদ্ধে এই মামলায় যথেষ্ট প্রমাণ রয়েছে। লালু অবশ্য আদালতে আসতে পারেননি, আর একটি মামলায় ঝাড়খণ্ডের জেলে রয়েছেন তিনি। লালু ও তাঁর পরিবারের সদস্যরা ছাড়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রেমচাঁদ গুপ্ত, তাঁর স্ত্রী সরলা গুপ্ত, রেলওয়ে বোর্ডের অ্যাডিশনাল মেম্বার ও কেলেঙ্কারির সময়ে আইআরসিটিসি-র জেনারেল ম্যানেজার পদে থাকা বি কে আগরওয়াল, আইআরসিটিসি-র তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর পি কে গোয়েল ও আইআরসিটিসি-র তৎকালীন ডিরেক্টর রাকেশ সাক্সেনার নামও রয়েছে চার্জশিটে। এছাড়া আইআরসিটিসি-র আর কয়েকজন আধিকারিক ও যে হোটেলদুটির কাজকর্ম নিয়ে কেলেঙ্কারির অভিযোগ, সেই সুজাতা ও চাণক্য হোটেলের ডিরেক্টর ও মালিকদের নামও চার্জশিটে আছে।

from home https://ift.tt/2NG6jpW

Comments