রাফালে নিয়ে রাহুলকে আক্রমণ, নোট বাতিলের ফলে বেড়েছে কর আদায়, আর্থিক বৃদ্ধি, দাবি জেটলির

<strong>নয়াদিল্লি</strong>: নোট বাতিলের ফলে কর আদায় ও আর্থিক বৃদ্ধির হার বেড়েছে বলে দাবি করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বাতিল হওয়া নোটের অধিকাংশ নোটই ব্যাঙ্কে ফিরে এসেছে বলে রিজার্ভ ব্যাঙ্ক রিপোর্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন জেটলি। তিনি বলেছেন, ‘দেশজুড়ে একটি কথা ছড়িয়ে পড়েছে, বাতিল হওয়া নোট ব্যাঙ্কে ফিরে এসেছে মানেই নোট বাতিলের উদ্দেশ্য সফল হয়নি। ব্যাঙ্কে জমা না পড়া নোটগুলিকে বাতিল করে দেওয়াই কি একমাত্র উদ্দেশ্য ছিল? সেটা একেবারেই না। নোট বাতিলের বৃহত্তর লক্ষ্য ছিল ভারতকে কর অ আনুষ্ঠানিক সমাজ থেকে কর-অনুবর্তী সমাজে পরিণত করা, অর্থনীতিকে সংগঠিত করা এবং কালো টাকায় আঘাত হানা। নোট বাতিলের ইতিবাচক প্রভাব পড়েছে। অর্থনীতি আরও সংগঠিত হয়েছে, ব্যাঙ্কে আরও টাকা এসেছে, কর আদায় বেড়েছে, প্রথম দুই ত্রৈমাসিকের পর ব্যয় ও আর্থিক বৃদ্ধির হার বেড়েছে।’ জেটলি আরও বলেছেন, নোট বাতিলের পর গত দু’বছরে কর আদায় যথাক্রমে ৬.৬ শতাংশ ও ৯ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ ও ১৮ শতাংশ হয়েছে। তৃতীয় বছরেও একই ধারা দেখা যাচ্ছে। রাফালে যুদ্ধবিমান নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে আক্রমণ করে জেটলি দাবি করেছেন, ইউপিএ আমলে যে দামের প্রস্তাব দেওয়া হয়েছিল, তার চেয়ে ২০ শতাংশ কম দামে এই যুদ্ধবিমান কিনছে বর্তমান সরকার। গতকাল রাহুলের উদ্দেশে ১৫টি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন জেটলি। আজ ফের তিনি দাবি করেছেন, এ বিষয়ে মিথ্যা বলছেন কংগ্রেস সভাপতি।

from home https://ift.tt/2LF7jZW

Comments