শুরুতেই আউট রাহুল, ভারতীয় দলের রান বাড়াচ্ছেন ধবন-পূজারা

<strong>সাউদাম্পটন</strong>: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন সকালে ১৯ রান করে আউট হয়ে গেলেন ভারতীয় দলের ওপেনার লোকেশ রাহুল। তাঁকে ফেরান স্টুয়ার্ট ব্রড। তবে শিখর ধবন (২২) ও চেতেশ্বর পূজারা (২) সাবলীলভাবেই ব্যাটিং করছেন। তাঁরা দলের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন। ভারতীয় দলের রান এখন এক উইকেট হারিয়ে ৪৮। ইংল্যান্ডের রান টপকে লিড নেওয়াই ভারতের লক্ষ্য। গতকাল ২৪৬ রানে প্রথম ইনিংস শেষ করে ইংল্যান্ড। লড়াই করেন একমাত্র স্যাম কুরান (৭৮)। এছাড়া আর কোনও ব্যাটসম্যানই অর্ধশতরান করতে পারেননি। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ তিনটি এবং ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন দু’টি করে উইকেট নেন। হার্দিক পাণ্ড্য একটি উইকেট নেন। গতকাল দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ১৯।

from home https://ift.tt/2wrqT72

Comments