রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘভাতা সংক্রান্ত মামলার রায়দান সম্ভবত কাল

রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘভাতা সংক্রান্ত মামলার রায়দান আজ নয়। আগামীকাল দুপুর ১টায় রায়দানের সম্ভাবনা বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে। বকেয়া মহার্ঘভাতা চেয়ে স্যাটের দ্বারস্থ হন রাজ্য সরকারী কর্মীরা। মহার্ঘভাতা সরকারী কর্মীদের অধিকার নয়, এই মর্মে মামলা খারিজ করে স্যাট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের আসেন সরকারী কর্মীরা। দীর্ঘ ১৭ মাস ধরে হাইকোর্টে চলেছে মামলার শুনানি। আগামীকাল তারই রায়দানের সম্ভাবনা। <br /><br />Verdict on appeal by state government employees over dearness allowance likely to be  annoumced tomorrow. The employees had appealed at SAT demanding DA, But their appeal was rejected by the body which said it was not their right. The employees  then challenged the order at Calcutta HC

from home https://ift.tt/2ooCb7S

Comments