কর্মরত ১০৫ জন চিকিত্সককে উচ্চশিক্ষার জন্য ছাড়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের

কর্মরত ১০৫ জন চিকিত্সককে উচ্চশিক্ষার জন্য ছাড়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। আইএমএ রাজ্য শাখার তরফে শান্তনু সেন জানিয়েছেন, এনিয়ে মামলার বিষয়ে আর অগ্রসর হবে না স্বাস্থ্য দফতর। ওই ১০৫ জন চিকিত্সকের উচ্চশিক্ষার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রতিবছর কর্মরত চিকিত্সকদের ১০ শতাংশকে উচ্চশিক্ষার জন্য ছাড়ে রাজ্য সরকার। দেওয়া হয় সরকারি অনুদান। এবছরও প্রায় ৬০০ জনকে NEET-PG প্রবেশিকায় বসার অনুমতি দেয় রাজ্য। অভিযোগ, পাস করার পরেও স্পনসরশিপ দিচ্ছে না রাজ্য সরকার। ১০৫ জনকে স্পনসরশিপ না দেওয়ায় স্যাটে মামলা করেন চিকিত্সকরা। এরপরই রাজ্যকে অনুদান দেওয়ার নির্দেশ দেয় স্যাট। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় রাজ্য সরকার। তার প্রেক্ষিতেই বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ স্যাটের নির্দেশ বহাল রাখে। <br />West Bengal government to release in-service 105 doctors for higher studies. CM Mamata Banerjee instructed to take appropriate action in this regard.

from home https://ift.tt/2wxRnmG

Comments