স্কুলে পড়ুয়াদের হাত থেকে জোর করে রাখী খোলার অভিযোগ, জবাবদিহি চাইল গুজরাত সরকার

  আহমেদাবাদ: পড়ুয়াদের রাখী খুলতে বাধ্য করার অভিযোগে গাঁধীনগরের একটি স্কুল কর্তৃপক্ষের জবাবদিহি চাইল গুজরাত সরকার। কয়েকজন অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই জবাবদিহি তলব করেছে সরকার। স্কুলশিক্ষা দফতরের কাছে কিছু অভিভাবক অভিযোগ করেন যে, রাখী বন্ধনের দিন মাউন্ট কার্মেল স্কুলের এক শিক্ষক পড়ুয়াদের হাতে বাঁধা রাখি কাঁচি দিয়ে কেটে দেন। শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিন চূড়াসামা জানিয়েছেন, এই ঘটনায় স্কুলকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ওই ঘটনা একেবারেই অবাঞ্ছিত। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়, এমন কোন ঘটনা আমরা বরদাস্ত করব না। আমার দফতরের পক্ষ থেকে স্কুলকে নোটিশ দেওয়া হয়েছে। পুরো ঘটনায় ব্যাখ্যা চাওয়া হয়েছে। কে এমন নির্দেশ দিয়েছেন তা জানতে চাওয়া হয়েছে। এই ঘটনায় বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ স্কুলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে।  সংগঠনের এক নেতা বলেছেন, স্কুল কর্তৃপক্ষের কাছে ঘটনাটি জানতে চাওয়া হলে তারা অস্বীকার করে। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোনও মন্তব্য জানা যায়নি।

from home https://ift.tt/2LF3mnV

Comments