টসে জিতে ব্যাটিং ইংল্যান্ডের, শুরুতেই জেনিংসকে তুলে নিয়ে আঘাত হানলেন বুমরাহ

  সাউদাম্পটন:  #টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খেল ইংল্যান্ড। জসপ্রিত বুমরার বলে দলের ১ রানে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরলেন ওপেনার কিটন জেনিংস। ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের। ভারতের প্রথম একাদশে  কোনও পরিবর্তন হয়নি। আগের ম্যাচ ট্রেন্টব্রিজে যাঁরা খেলেছিলেন তাঁরাই প্রথম একাদশে রয়েছেন। তাঁর ৩৯ টেস্টের অধিনায়কত্বে এই প্রথম দলে কোনও পরিবর্তন করেননি বিরাট কোহলি। ইংল্যান্ডের প্রথম একাদশে এসেছেন মইন আলি ও স্যাম কুরান। <code></code> <blockquote class="twitter-tweet" data-lang="en"> <p dir="ltr" lang="et">IND XI: L Rahul, S Dhawan, C Pujara, V Kohli, A Rahane, H Pandya, R Pant, R Ashwin, M Shami, I Sharma, J Bumrah</p> — BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1035098566266695680?ref_src=twsrc%5Etfw">August 30, 2018</a></blockquote> <blockquote class="twitter-tweet" data-lang="en"> <p dir="ltr" lang="en">ENG XI: A Cook, K Jennings, J Root, J Bairstow, J Buttler, B Stokes, M Ali, S Curran, A Rashid, S Broad, J Anderson</p> — BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1035098346904530944?ref_src=twsrc%5Etfw">August 30, 2018</a></blockquote> ইংল্যান্ড এখনও পর্যন্ত সিরিজে ২-১ এগিয়ে রয়েছে। প্রথম দুটি টেস্টে হারের পর তৃতীয় টেস্টে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারত। সিরিজে সমতা ফেরাতে হলে এই ম্যাচে জিততেই হবে ভারতকে। ট্রেন্টব্রিজ টেস্ট জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে কোহলি-ব্রিগেড।

from home https://ift.tt/2wyBah1

Comments