ভারতের তরুণরা অপেক্ষা করছে, রাফাল ডিল নিয়ে জেপিসি গঠনের সময়সীমা যে শেষ হতে চলল! জেটলিকে রাহুল

নয়াদিল্লি: রাফাল ডিল নিয়ে গতকাল অরুণ জেটলির আক্রমণের পাল্টা রাহুল গাঁধীর। ফেসবুক পোস্টে রাহুল ও কংগ্রেসকে রাফাল ডিল নিয়ে অসত্য, মিথ্যা প্রচারের অভিযোগে কাঠগড়ায় তোলেন জেটলি। এবার কংগ্রেস সভাপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্যুইট করলেন, রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠনের সময়সীমা যে শেষ হতে চলল! <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Dear Mr Jaitley,<br><br>Less than 6 hrs left for your deadline on the <a href="https://twitter.com/hashtag/Rafale?src=hash&ref_src=twsrc%5Etfw">#Rafale</a> JPC to run out. <br><br>Young India is waiting. I hope you're busy convincing Modi Ji and Anil Ambani Ji about why they should listen to you & approve this! <a href="https://twitter.com/arunjaitley?ref_src=twsrc%5Etfw">@ArunJaitley</a></p>— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1035055021245845505?ref_src=twsrc%5Etfw">August 30, 2018</a></blockquote> </code> <code><blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Mr Jaitley, thanks for bringing the nation’s attention back to the GREAT <a href="https://twitter.com/hashtag/RAFALE?src=hash&ref_src=twsrc%5Etfw">#RAFALE</a> ROBBERY! How about a Joint Parliamentary Committee to sort it out? Problem is, your Supreme Leader is protecting his friend, so this may be inconvenient. Do check & revert in 24 hrs. We’re waiting!</p>— Rahul Gandhi (@RahulGandhi) <a href="https://twitter.com/RahulGandhi/status/1034775066423255040?ref_src=twsrc%5Etfw">August 29, 2018</a></blockquote> </code> রাফাল ডিল ইস্যুতে যুব কংগ্রেস কর্মীরা আজ এআইসিসি সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে মিছিল করে যান। তাঁরা যখন মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, রাহুল ট্যুইট করেন, প্রিয় শ্রী জেটলি, আপনার হাতে রাফাল নিয়ে জেপিসি গঠনের সময়সীমা পেরতে ৬ ঘন্টারও কম সময় রয়েছে। ভারতের তরুণরা অপেক্ষা করছে। আশা করি, আপনি মোদীজী, অনিল অম্বানিজীকে বোঝাতে ব্যস্ত রয়েছেন, কেন আপনার কথা শুনে তাঁদের রাজি হওয়া উচিত। রাফাল ডিল নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করে চলেছে কংগ্রেস। ডিলের ব্যাপারে দেশবাসীকে অবহিত করতে দেশব্যাপী প্রচারেও নেমেছে। দলের নেতারা দেশের নানা প্রান্তে যাচ্ছেন, সাংবাদিক সম্মেলন করছেন, সব রাজ্যে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচিরও প্ল্যান রয়েছে তাঁদের। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরেও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে রাহুল আরও লেখেন, শ্রী জেটলি, রাফাল নামক বিরাট ডাকাতির দিকে দেশবাসীর নজর ফেরানোর জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু উত্তরের সন্ধানে জেপিসি তৈরি হলে কেমন হয়? সমস্যা হল, আপনার ‘সুপ্রিম নেতা’ ‘তাঁর বন্ধু’কে রক্ষা করছেন। ফলে এতে হয়তো সমস্যা হবে। ব্যাপারটা খতিয়ে দেখে ২৪ ঘন্টায় প্রকাশ করুন। আমরা অপেক্ষাই রইলাম।

from home https://ift.tt/2PNsP1M

Comments