নোট বাতিলের ফলে শোবার ঘর, শৌচাগারে লুকিয়ে রাখা টাকা ব্যাঙ্কে ফিরে এসেছে, দাবি উপরাষ্ট্রপতির

<strong>হায়দরাবাদ</strong>:  নোট বাতিলের পর অধিকাংশ টাকাই ব্যাঙ্কে ফিরে আসায় সন্তোষ প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেছেন, ‘শৌচাগার ও শোবার ঘরে যে টাকা লুকিয়ে রাখা হয়েছিল, সেটা ব্যাঙ্কে ফিরে এসেছে। আমার সহজ কথা হল, টাকা ফিরে এসেছে। এর মধ্যে কতটা সাদা আর কতটা কালো, সেটা দেখার দায়িত্ব রিজার্ভ ব্যাঙ্ক ও আয়কর বিভাগের। তারা এটি খতিয়ে দেখবে।’ রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, বাতিল নোটের ৯৯.৩ শতাংশই ব্যাঙ্কগুলিতে ফিরে এসেছে। এরপর এই ইস্যুতে বিরোধী দলগুলি নতুন করে নোট বাতিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছে। তবে সরকারের পাশেই দাঁড়িয়েছেন উপরাষ্ট্রপতি। তিনি জনধন অ্যাকাউন্টের প্রশংসা করে বলেছেন, ‘কেউ যদি কালো টাকা সাদা করতে চায়, সংসদে সেটারও ব্যবস্থা করা হয়েছে। তার জন্য কর দিতে হবে। যে রাজস্ব আদায় হবে সেটা মানুষের জন্য কাজে লাগানো হবে। অনেকেই জনধন প্রকল্প নিয়ে প্রশ্ন তুলছিলেন। কিন্তু ২০১৬-র ৮ নভেম্বর তাঁরাই জনধনের গুরুত্ব বুঝতে পারেন। তাঁরা গাড়ির চালক, পিওনদের প্রশ্ন করতে থাকেন, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? এভাবেই ব্যাঙ্কে টাকা ফিরে এসেছে। সন্দেহজনক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখতে হবে।’

from home https://ift.tt/2wpCZ0i

Comments