এশিয়াডের পকেট মানির ৭০০ মার্কিন ডলার, আরও ১ লক্ষ টাকা কেরলের বন্যাত্রাণে দিচ্ছেন সীমা পুনিয়া

<strong>জাকার্তা</strong>: কেরলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন এশিয়ান গেমসে ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ পাওয়া সীমা পুনিয়া। তিনি পকেট মানি হিসেবে পাওয়া ৭০০ মার্কিন ডলার এবং আরও এক লক্ষ টাকা বন্যাত্রাণে দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্য অ্যাথলিটদেরও বন্যাত্রাণে সাহায্য করার আর্জি জানিয়েছেন সীমা। গত এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন সীমা। তবে এবার তিনি খেতাব ধরে রাখতে পারেননি। আজ ৬২.২৬ মিটার থ্রো করে তিনি ব্রোঞ্জ পেয়েছেন। এরপর এই অ্যাথলিট বলেছেন, ‘আমি কেরলের বন্যাদুর্গতদের পকেট মানি ও আরও এক লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাঁদের অনেক সমস্যার মোকাবিলা করতে হয়েছে। আমি এই মানুষগুলির পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ভারতের অন্য অ্যাথলিটদের কাছেও আমার আর্জি, ভাতার অন্তত অর্ধেকটা বন্যাদুর্গতদের দিক।’

from home https://ift.tt/2wr1ieA

Comments

Popular Posts